Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডের দুটি ফিল্ম মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আগামীকাল বলিউডের ‘মুমভাই গ্যাংস্টার’ এবং ‘ইংলিশ কি টায় টায় ফিসসস’ ফিল্ম দুটি মুক্তি পাচ্ছে। অ্যাকশন-ক্রাইম ড্রামা ‘মুমভাই গ্যাংস্টার’ মুক্তি পাচ্ছে পেহাল এন্টারটেইনমেন্টের ব্যানারে। প্রযোজনা করেছেন সঞ্জয় শাহ। রাজিব রাজন দাশ এবং লোবো উইলফেরেডের পরিচালনায় অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, আরিয়ান বাব্বর, মহিমা চৌধুরী, বিনয় আপ্টে, ওম পুরি, সুশীল সিং এবং মুকেশ তিওয়ারী। লিয়াকত আজমেরি এবং সিদ্ধার্থ শ্রীবাস্তব সঙ্গীত পরিচালনা করেছেন। ‘ইংলিশ কি টায় টায় ফিসসস’ মুক্তি পাচ্ছে সিধিকা সিনে ক্রাফ্টের ব্যানারে। সঞ্জিত কুমার ঠাকুর রোমান্টিক কমেডি ফিল্মটি প্রযোজনা করেছেন। শৈলেন্দ্র কুমার রাজপুতের পরিচালনায় অভিনয় করেছেন রাজপাল যাদব, মনোজ জোশি, গোবিন্দ নামদেব, সুনীল পাল, মুশতাক খান, বিজয় খোটে, রোহিত কুমার এবং লিসান করিমোভা। স›দ্বীপশ্রী সঙ্গীত পরিচালনা করেছেন। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ফিল্মটির মুক্তির কথা ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ