প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সাইফ আলি খান আর অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান যে বলিউডে দীর্ঘ সময় থাকার জন্য এসেছেন তাই প্রমাণ করলেন পরপর দুটি ফিল্মের সাফল্যে। প্রথম ফিল্ম গড় সাফল্য পাবার পর দ্বিতীয় ফিল্ম ‘সিম্বা’ গড়ের চেয়ে ভাল সাফল্য পাওয়াতে তার সফল ক্যারিয়ার নিশ্চিত হয়েছে। আর পরপর অনেকগুলো চলচ্চিত্রের সাফল্যের পর রণবীর সিংয়ের মুকুটে সাফল্যের আরেকটি পালক হল ‘সিম্বা’। পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফিল্ম ‘সিম্বা’ পরিচালনা করেছেন রোহিত শেট্টি। রণবীর আর সারা ছাড়াও অভিনয় করেছেন সোনু সুদ, সিদ্ধার্থ যাদব, আশুতোষ রানা, টাবু, উল্কা গুপ্ত এবং অতিথি ভূমিকায় অজয় দেবগন, তুষার কাপুর, কুণাল খেমু, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে এবং করণ জোহর। মুক্তি পেয়ে প্রথম দিন ফিল্মটি আয় করেছে ২০.৭২ কোটি রুপি। শনিবার আর রবিবার ফিল্মটির আয় যথাক্রমে ২৩.৩৩ কোটি রুপি এবং ৩১.০৬ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ৭৫.১১ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ২১.২৪ কোটি রুপি। মঙ্গলবারের চ’ড়ান্ত আয়ের হিসাব পাওয়া না গেলেও ‘সিম্বা’ যে এই দিন ১০০ কোটি ক্লাবের সদস্য হয়েেেছ তা নিশ্চিত। ৮০ কোটি রুপি বাজেটে নির্মিত ফিল্মটি ভারতের ৪০৩২টি পর্দায় মুক্তি পেয়েছে। শাহরুখ খান অভিনীত ‘জিরো’র সর্বশেষ আয় ৯২ কোটি রুপি। ‘২.০’ ফিল্মের হিন্দি সংস্করণ এ যাবত আয় করেছে ১৯০ কোটি রুপির বেশি। মালয়ালম ফিল্ম ‘কে.জি.এফ.-চ্যাপ্টার ওয়ান’-এর হিন্দি সংস্করণ আয় করেছে ২৮ কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।