প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স¤প্রতি শূটিং শেষ হয়েছে ‘এই শহরে ভালবাসা নেই’ নাটকের। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহেজাবিন চৌধুরী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকটি স¤পর্কে মেহেজাবিন বলেন, নাটকটি বয়সের সঙ্গে ভালবাসার বিভিন্ন রূপ নিয়ে লেখা হয়েছে। বয়সের সঙ্গে ভালবাসার রূপ কিভাবে বদলায় সেটি আসলে তুলে ধরা হয়েছে। আমরা চেষ্টা করেছি ভালভাবে কাজ করার। বাকিটুকু দর্শকদের ওপর। আশা করছি তারা অপছন্দ করবেন না। নাটকটির গল্প স¤পর্কে নির্মাতা বলেন, ভালবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে দুটি প্যারালাল গল্প দেখানো হয়েছে। দুটি গল্পেই নিশো এবং মেহেজাবিন কাজ করেছেন। একটি গল্প পঞ্চাশোর্ধ্ব দুজন স্বামী-স্ত্রীকে ঘিরে যেখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তাদের ভালবাসা, একে অপরের প্রতি টান ও স¤পর্কের দৃঢ়তা দেখানো হয়েছে। অপরদিকে আরেকটি গল্পে বিপরীতভাবে তরুণ বয়সের ভালবাসা দেখানো হয়েছে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে মান-অভিমান, ঝগড়া-ঝাটি ও বিচ্ছেদ লেগেই থাকে। আশা করছি, এই গল্পের নাটকটি প্রচারে এলে দর্শক পছন্দ করবে। নাটকটিতে প্রধান সহকারি পরিচালক শাব্দিক শাহীন ও ডিওপি হিসেবে ছিলেন কামরুল ইসলাম শুভ। আসছে ভালবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা মহিদুল মহিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।