Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসা ও শিক্ষকদের জন্য জমিয়াতুল মোদার্রেছীন নিরলস কাজ করছে

মতবিনিময় সভায় মাওলানা শাব্বির আহম্মদ মোমতাজী

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন একটি পেশাজীবী ও অরাজনৈতিক দল। মাদরাসা ও মাদরাসা শিক্ষকদের জন্য সংগঠনটি নিরলস কাজ করছে। শিক্ষকদের বেতন স্কেলসহ সংগঠনের অনেক দাবি সরকার ইতোমধ্যে পূরণ করেছে। অন্য দাবিগুলো অচিরেই পূরণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্ব হযরত মাওলানা শাব্বির আহম্মদ মোমতাজী এক অডিও বার্তায় একথা বলেন। আবহাওয়াজনিত দূর্যোগের কারণে সাতক্ষীরায় আসতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় সকল সমস্যার সমাধান সম্ভব। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের জন্য সকলকে দোয়ার অনুরোধ করেন অডিও বার্তায়।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা জেলা শাখা সভাপতি অধ্যক্ষ মাওলানা ওজায়েরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শাখা সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, সহ-সভাপতি ড. আবুল হাসান, সদর উপজেলা শাখা সভাপতি মাওলানা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ সামছুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ