Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুগল, অ্যাপল, ফেসবুকের ওপর ট্যাক্স বসাচ্ছে ফ্রান্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ৮:৫৩ পিএম | আপডেট : ৯:০০ পিএম, ১৮ ডিসেম্বর, ২০১৮

বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর পৃথক কর আরোপ করবে ফ্রান্স। ইউরোপ জুড়েই এই সংক্রান্ত একটি কর আরোপ চূড়ান্ত করতে কঠিন বাধার সম্মুখীন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ। সোমবার এর মধ্যেই আলাদা করে ফ্রান্সে এসব প্রতিষ্ঠানের ওপর ট্যাক্স বসানোর ঘোষণা দিলেন দেশটির অর্থমন্ত্রী। খবর এএফপি।
ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লো মেয়ার গুগল, অ্যাপল, ফেসবুক ও অ্যামাজনের ওপর কর আরোপের ঘোষণা দেন। সংক্ষেপে এটিকে ‘গাফা ট্যাক্স’ বলা হচ্ছে। গুগল, অ্যাপল, ফেসবুক অ্যামাজনের নামের আদ্যাক্ষর নিয়ে এই নামকরণ করা হয়েছে।
ইউরোপে এসব প্রতিষ্ঠান যে বিপুল অঙ্কের ব্যবসা করছে সেই অনুযায়ী ন্যায্য ট্যাক্স আদায় করতে এই কর বসানোর জন্য জোর তৎপরতা চালাচ্ছে ফ্রান্স। ফরাসি অর্থমন্ত্রী জানান, নতুন এই করের ফলে শুধু ২০১৯ সালেই ৫০ কোটি ইউরো কর আদায় করবে তার দেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ