গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের হাতে আটক হওয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, জামাল উদ্দিন রিপন নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি একাধিক মামলার আসামি। আটকের পর ‘বুকে ব্যথা’ অনুভব করায় হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, শনিবার রাতে যাত্রাবাড়ী কাজলা শেখদিবাজার এলাকা থেকে পুলিশ রিপনকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি বলেন, থানায় সে বুকে ব্যথার কথা বললে স্থানীয় একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। স্বজনদেরও খবর দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনব, এ সময় সে বলে তার বুকে আবারও ব্যথা হচ্ছে। এরপর রাত সোয়া ১২টার দিকে রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানায় রিপনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, সে উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা।
তবে রিপনের মৃত্যুর কারণ ময়নতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেন ওসি ওয়াজেদ।
তিনি বলেন, রিপন কেবল টেলিভিশনের ব্যবসায় জড়িত ছিলেন। তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পুলিশের কাছে নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।