বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রাউজান উপজেলার উদ্যোগে উৎসব মুখর পরিবেশে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল আল্লামা হাফেজ আবু জাফর ছিদ্দিকী ও সেক্রেটারী আল্লামা মুফাচ্ছির মোহাম্মদ ইউনুচ রেজভী জানান, প্রতিবছরের ন্যায় এবছরও রাউজান সদরস্থ দারুল ইসলাম কামিল মাদরাসা কেন্দ্রে ৩৩টি মাদরাসার ৪০০ ছাত্রছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৪র্থ ও ৭ম শ্রেণীর এই মেধাবৃত্তি পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়। এতে ৪র্থ শ্রেণীর ২১০ জন ও ৭ম শ্রেণীর ১৯০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার সময় জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ কেন্দ্র পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন দারুল ইসলাম কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা রফিক আহমদ উসমানী, গহিরা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আল্লামা নুরুল মোনাওয়ার চৌধুরী, উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল আমির আহমদ আনোয়ারী, পুর্বগুজরা মুহাম্মদিয়া মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আবু মোশতাক আল কাদেরী, প্রিন্সিপাল আজিজুল হক, রাউজান মহিলা মাদরাসার প্রিন্সিপাল আবদুল মান্নান চৌধুরী,দারুল ইসলাম মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা মারফাতুন-নূর, সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন, সুপার হাফেজ আল্লামা শাহ আলম প্রমুখ। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক এটিএম আবদুল হাই, মাওলানা আবুল হাসেম, অধ্যপক ওসমান গনী, অধ্যাপক নাসির উদ্দিন, মওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, মাস্টার হারুনুর রশীদ, মাওলানা হানিফ উদ্দিন, হিসাব নিরক্ষক মওলানা নাছির উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ, সুপার মাওলানা শাহ আলম, সুপার মাওলানা আবু আহাম্মদ, মাওলানা মেজবাহ উদ্দিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।