Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিবকে শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী সাহেব পুনরায় ০৫ বছরের জন্য মহাসচিব নির্বাচিত হওয়ায় গত রোববার বরগুনা জেলার মোকামিয়া দরবার শরীফের পক্ষ থেকে পীর সাহেব আলহাজ প্রিন্সিপাল মাওলানা শাহ মো. মাহমুদুল হাসান ফেরদৌস আল মাদনী শুভেচ্ছা জানান। এছাড়াও আরো ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বরিশাল সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) আলহাজ মাওলানা আব্দুল হালিম আল-মাদনী।
এ সময় নেতৃবৃন্দ জমিয়াতুল মোদার্রেছীনের স্বনামধন্য সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন সাহেবের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, বর্তমান সভাপতি ও মহাসচিবের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতে মাদরাসা শিক্ষায় আমূল পরিবর্তন এসেছে। ইতোমধ্যেই মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেশিরভাগ দাবি পূরণ হয়েছে, যা দেশের সকল মাদরাসা শিক্ষক-কর্মচারীদের নিকট চির স্মরণীয় হয়ে থাকবে। আমরা আশাবাদী ভবিষ্যেতেও এই ধারা অব্যাহত থাকবে। সব শেষে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও মহাসচিবসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্যসহ নেক হায়াত কামনা করেন। শুভেচ্ছা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন, আই সি পি এর সাবেক সেক্রেটারি শায়েখ মো. জামাল উদ্দীন, সাগরদী মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মো. এমরানুল হক, মাওলানা মো. মাসুম বিল্লাহ আল-মাদনী প্রমুখ। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ