Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমোহন জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি মাওলানা ইয়াছিনের জানাজা অনুষ্ঠিত

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ১:২৯ এএম

 ভোলা জেলার লালমোহন উপজেলার চতলা হাশেমীয়া মাজিদীয়া ফাজিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইয়াছিন (৫৫) সাহেবের জানাজা গত মঙ্গলবার সকাল ১১ টায় তার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
জানাজায় অংশগ্রহণ করে মরহুমের রুহের মাঘফেরাত কামনা করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভোলা জেলা আলেম কুলের মুরুব্বি ভোলা আলিয়া কামেল মাদরসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন, ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি চরফ্যাশন করিমজান মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আঃ খালেক, জেলা জমিয়াতুল মোদারেছনের সাধারন সম্পাদক ভোলা কামিল মাদরাসার উপাধ্যক্ষ অলহাজ্ব মাওলানা মো. মোবাশ্বেরুল হক নাইম, বোরহাউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ ও জমিয়াতুল মোদার্রেছীনের নেতা মাওলানা মো. আহমদ উল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. মাইনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা মো. শাজাহান, ভোলা জেলা ইনকিলাব সংবাদদাতা প্রভাষক মো. জহিরুল হক, জেলা জমিয়াতুল মোদার্রেছীনের নেতা মাওলানা মো. মোকলেসুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মো. বেলায়েত হোসেন, লালমোহন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, লালমোহন জমিয়াতুল মোদার্রেছীনের আহবায়ক জনতা বাজার মাদরাসার সুপার মাওলানা আবু জাফর, জমিয়াতুল মোদার্রেছীনে সহ-সভাপতি লালমোহন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মাস্টার রিয়াজুল ইসলাম, সুপার মাওলানা আল আমিন, সহ কয়েক হাজার মুসুল্লী ও ওলামায়ে কেরাম মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ