Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতা বরদাস্ত করব না : ম্যাখোঁ

ফ্রান্সে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে আহত শতাধিক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ শনিবার তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছেন। জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে ম্যাখোঁর বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গেছে বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা। আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে জি-২০ শীর্ষ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে ম্যাখোঁ বলেন, ‘আমি কখনোই সহিংসতা বরদাস্ত করব না।’ তিনি আরো বলেন, ‘এই সহিংসতাকারী অপরাধীরা পরিবর্তন চায় না, তারা উন্নয়ন চায় না। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।’ ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘তাদেরকে সনাক্ত করে বিচারের সম্মুখীন করা হবে।’ তিনি বলেন, ‘আমি সব সময়ই সমলোচনা ও বিতর্ককে সম্মান করে এসেছি এবং আমি সব সময়ই বিরোধীদের কথা শুনবো। কিন্তু আমি কখনোই সহিংসতা বরদাস্ত করব না।’ অপর এক খবরে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনে শনিবারও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। ‘হলুদ জ্যাকেট’ পরিহিত এসব আন্দোলনকারী ফরাসি সরকারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করছে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড এবং পানি কামান ব্যবহার করেছে, পাল্টা জবাবে আন্দোলনকারীরা পুলিশের দিকে প্রোজেক্টাইল ছুঁড়েছে এবং ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীর ১৭ জনসহ অন্তত ১১০ জন আহত হয়েছেন। এসময় ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে তারা। খবরে বলা হয়েছে, ল্যুভর জাদুঘরের সামনে একটি লোহার দরজা টেনে নামানোর চেষ্টাকালে সেটি কয়েকজনের ওপরে পড়ে গেলে তারা আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পুলিশের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের গাড়ি থেকে একটি অ্যাসল্ট রাইফেল চুরি হয়ে গেছে; যদিও ওই বন্দুকে গুলি ভরা ছিল কিনা তা স্পষ্ট নয়। রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাখোঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ