Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বলিউডের পর্দায় ফিরছেন নারগিস ফাখরি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বড় তিক্ততা নিয়ে বলিউড ছেড়েছিলেন নারগিস ফাখরি। কিছুটা সময়ের জন্য হলেও তিনি বলিউডে ফিরছেন। আগামী ১১ জানুয়ারি তার অভিনয়ে অভিনেতা প্রযোজক সচীন জোশির সুপারন্যাচারাল থ্রিলার আমাবাস মুক্তি পাচ্ছে। তার মানে এই নয় যে তিনি যে তিক্ত অভিজ্ঞতা মোকাবেলা করেছেন এখানে তা ভুলে যাচ্ছেন। ওয়াকিবহাল এক সূত্র বলেছে, “এমনকি নারগিস এখনও মুম্বাই ফেরার জন্য প্রস্তুত নন। আমাবাস ফিল্মটিতে তিনি এ জন্যই কাজ করতে রাজি হয়েছিলেন কারণ এর পুরোটা ভারতের বাইরে লন্ডনে চলচ্চিত্রায়িত হয়েছে।” তাকে নিয়ে কিছু পুরুষের অযাচিত আগ্রহ আর হয়রানির কারণেই তিনি মুম্বাই ছাড়তে বাধ্য হয়েছিলেন। তার এক বন্ধু বলেছেন, “একটা সময় আসে যখন সে আর লাগাতার অনাকাক্সিক্ষত ফোন কল আর অশালীন আগ্রহ সইতে পারছিল না তাই সে বলিউড আর ভারত ছাড়ার সিদ্ধান্ত নেয়।” এসব অশালীন প্রস্তাবে সাড়া না দেবার কারণে তাকে বেশ কিছু চলচ্চিত্র থেকে বাদ পড়তে হয়। এক সুপারস্টারের সঙ্গে এমন এক চলচ্চিত্র থেকে বাদ পড়ার পর তিনি পরিচালকের মুখোমুখি হলে পরিচালক তাকে সেই সুপারস্টারকে জিজ্ঞাসা করতে বলেন। নারগিস এই বিষয় নিয়ে আর এগোননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ