Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে সহিংস বিক্ষোভ, জারী হতে পারে জরুরী অবস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৫:১১ পিএম

গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহতম বিক্ষোভ কর্মসূচির পুনরাবৃত্তি ঠেকাতে জরুরী অবস্থা জারী করার ভাবছে ফ্রান্স। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনকর্মীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সরকারি মুখপাত্র বেঞ্জামিন গ্রিভো।
শনিবার মুখোশ পরিহিত যুবকদের দল লোহার রড ও কুড়াল নিয়ে প্যারিসের কেন্দ্রের বিভিন্ন রাস্তায় দাঙ্গা হাঙ্গামা করে। এই সময় তারা বহু গাড়ি পুড়িয়ে দেয় এবং ভবনে আগুন ধরিয়ে দেয়।
দুই সপ্তাহব্যাপি দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের পর এই ‘ইয়েলো জ্যাকেট’ মুভমেন্ট হঠাৎ সহিংস হয়ে ওঠায় বিপাকে পড়ে কর্তৃপক্ষ। জ্বালানি কর ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের খরচ বাড়ানোর প্রতিবাদ করছে ফরাসিরা। ফ্রান্সের সব যানবাহনে যে হলুদ জ্যাকেট রাখা থাকে সেটা পরে রাস্তায় নামে আন্দোলনকারীরা। শনিবার রাতের বিক্ষোভে অন্তত ১১০ জন আহত হয়্। গ্রেপ্তার হয়েছে ৩০০জন।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো ফ্রান্সের প্রধানমন্ত্রী ও অভ্যন্তরীণ মন্ত্রীর সঙ্গে রোববার জরুরী বৈঠক করবেন। আন্দোলনকারীদের সঙ্গে কী করে সংলাপ শুরু করা যায় সেটা নিয়ে আলোচনা করবেন তারা। এই বিক্ষোভ কর্মসূচীর কোনো বাস্তব গঠন-কাঠামো বা নেতা না থাকায় সংলাপ শুরু করাটা তাদের জন্য সমস্যা।
১৭ নভেম্বর সামাজিক মিডিয়ার কল্যাণে ফ্রান্স জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে আন্দোলন। বিক্ষোভকারীরা বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয়, এবং শপিং মল, কারখানা ও তেলের ডিপোতে প্রবেশ সীমিত করে দেয়।
জরুরী অবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে গ্রিভো বলেন, রোববার এটা নিয়ে আলোচনা করবেন তারা। ‘প্রতি সপ্তাহের শেষে নিয়ম করে সভা-সমাবেশ আর ভাংচুর চলতে দেয়ার প্রশ্নই আসে না,’ বলেন তিনি। সূত্র: বিবিসি।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ