রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা প্রদানের যুগান্তকারী ঘোষণা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন ফেনী জেলা সংগঠনের নেতৃবৃন্দ। আগামী দিনে প্রধানমন্ত্রী এ দেশের সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ। বাংলাদেশ জমিয়তের সভাপতি এ এম এম বাহাউদ্দিন মাদরাসা শিক্ষার জন্য ব্যাপক ভূমিকা রেখেছেন। তার হাতেই গড়ে উঠেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় মূল পরিকল্পনা। এর পেছনেও তার অবদান রয়েছে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ। এ এম এম বাহাউদ্দীনের নির্দেশনায় জমিয়ত মহাসচিব সাব্বির আহমদ মমতাজির মাদরাসা শিক্ষকদের দাবি আদায়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। জমিয়তের মাধ্যমে একদিন মাদরাসা শিক্ষা শতভাগ সরকারি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। বিবৃতি প্রদান করেন সংগঠনের ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা হোছাইন আহমদ ভূঞা, জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা নুরুল আফছার ফারুকী, সহ-সভাপতি প্রিন্সিপাল ছিদ্দিক উল্লাহ, প্রিন্সিপাল মেছবাহ উদ্দিন, প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম, যুগ্ম সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা ফারুক আহমদ, প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইয়াছীন, প্রিন্সিপাল এ. কে আলতাফ হোছাইন, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম, ছাগলনাইয়া উপজেলা সেক্রেটারি সুপার মাওলানা ইউনুছ, সুপার মাওলানা বোরহান উদ্দিন ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আহছান উল্ল্যাহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।