প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এতো বড় বাজেটের চলচ্চিত্র এর আগে নির্মিত হয়নি বলিউডে। তাই এটি নিয়ে সবার আশাও ছিল বড়। কিন্তু সব দিক থেকেই নিরাশ করেছে ‘থাগস অফ হিন্দুস্তান’। শুধু অমিতাভের পারফর্মেন্স ছাড়া কিছুই প্রশংসা পায়নি, এমনকি পারফেকশনিস্ট আমির খানও নয়। প্রথম দিন আয় ৫০ কোটি রুপির বেশি হলেও ষষ্ঠ দিনে আয় হয়েছে প্রথম দিনের দশমাংশ। আর যারা দেখেছে তাদের মতে ফিল্মটি সময় আর অর্থ নষ্ট ছাড়া আর কিছু নয়। বহুল আলোচিত স্পেশাল ইফেক্টসকে অনেকে বলেছে ‘বোঝাই যায় সুইমিং পুলে জাহাজ ভাসানো হয়েছে’। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ফিল্মটি ৫০০০ পর্দায় মুক্তি পেয়েছে। বিজয় কৃষ্ণ আচারিয়ার পরিচালনায় অভিনয় করেছেন আমির খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ, লয়েড ওয়েন মোহাম্মাদ জিশান আয়ুব এবং ইলা অরুণ। অতুল গোগাবালে এবং অজয় গোগাবালে সঙ্গীত পরিচালনা করেছেন। ১৭৯৫ সালের পটভূমিতে আজাদ (অমিতাভ) নামে এক স্বাধীনতা সংগ্রামীর গল্প এটি যাকে ব্রিটিশ রাজ ঠগি দস্যু ঘোষণা করে। তাকে ঘায়েল করার জন্য ব্রিটিশরা ফিরিঙ্গি মাল্লা (আমির) নামে এক আসল ঠগিকে নিয়োগ দেয়। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফিল্মটির (হিন্দি সংস্করণ) আয় যথাক্রমে- ৫০.৭৫ কোটি রুপি, ২৮.২৫ কোটি রুপি, ২২.৭৫ কোটি রুপি, ১৭.২৫ কোটি রুপি, ৫.৫ কোটি রুপি এবং ৫ কোটি রুপি। মোট আয় ১২৯.৫ কোটি রুপি। তামিল আর তেলুগু থেকে আরও ১০-১২ কোটি রুপি আয় হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।