Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ‘মহল্লা আসসি’ মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

আগামীকাল বলিউডের মহল্লা ‘আসসি’ মুক্তি পাচ্ছে, একই দিন মুক্তি পাবে ‘পিহু’ এবং ‘হোটেল মিলান’। কমেডি ড্রামা ‘মহল্লা আসসি’ মুক্তি পাচ্ছে ক্রসওয়ার্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে। বিনয় তিওয়ারি ফিল্মটি প্রযোজনা করেছেন। ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর পরিচালনায় অভিনয় করেছেন সানি দেওল, সাকশি তানভার, সৌরভ শুক্লা, রবি কিষণ, ফয়সাল রাশিদ, সীমা আজমি, মুকেশ তিওয়ারি, দয়া শঙ্কর পাÐে এবং রাজেন্দ্র গুপ্ত।সঙ্গীত পরিচালনা করেছেন আলাপ দেসাই। আরএসভিপি এবং রয় কাপুর ফিল্মসের ব্যানারে ‘পিহু’ মুক্তি পাচ্ছে। থ্রিলার ফিল্মটি প্রযোজনা করেছেন রনি স্ক্রুভালা, সিদ্ধার্থ রায় কাপুর এবং শিল্পা জিন্দাল। বিনোদ কাপরির পরিচালনায় অভিনয় করেছে মায়রা বিশ্বকর্মা, প্রেরণা শর্মা এবং অন্যরা। বিশাল খুরানা সঙ্গীত পরিচালনা করেছেন। এডি ফিল্মসের ব্যানারে কমেডি ফিল্ম ‘হোটেল মিলান’ মুক্তি পাচ্ছে। হরেশ পাটেল ফিল্মটি প্রযোজনা করেছেন। বিশাল মিশ্র’র পরিচালনায় অভিনয় করেছেন কুণাল রায় কাপুর, জিশান কাদরি, জয়দীপ আহলাভাত, কারিশমা শর্মা, রাজেশ শর্মা, হাকির হুসেন এবং মালবি মালহোত্রা। হর্ষিত সাক্সেনা, আমজাদ নাদিম এবং রুচিত পাটেল সঙ্গীত পরিচালনায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ