Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কুমিল্লা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ৪:০৪ পিএম

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জাতীয় বেতন স্কেল, বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসায় কর্মরত শিক্ষক কর্মচারীদের জন্য ইনক্রিমেন্ট, বৈশাখীভাতা প্রদান এবং অবসর ভাতার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়ার ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলার নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা নগরীর চকবাজার ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অভিনন্দন জানিয়ে সংগঠনের জেলা সভাপতি মৌকারা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহী বলেছেন, সরকারের এ ঘোষণার মধ্যদিয়ে এদেশে ইসলামী মূল্যবোধ রক্ষা ও দ্বীনি শিক্ষা ব্যবস্থা আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে। আর জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি ইনকিলাব সম্পাদক আলহাজ এএমএম বাহাউদ্দীনের গতিশীল নেতৃত্বে মাদরাসা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের সকল দাবী আদায় ও বাস্তবায়নে এ সংগঠন গঠনমূলকভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও কুমিল্লা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি আলহাজ মাওলানা শাহ মহিউদ্দিন, অধ্যক্ষ আ. ন. ম. তাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল কাদির, অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক মাওলানা. মোঃ সফিকুল আমিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আলহাজ মাওলানা আহসানুল করীম আযহারী, অধ্যক্ষ মাওলানা অলি আহমেদ, মাওলানা আবুল হোছাইন, মাওলানা মোবারক হোছাইন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মুফতি আলী আকবর ফারুকী, অধ্যক্ষ মুফতি নজির আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই মাদরাসা শিক্ষার যথেষ্ঠ উন্নয়ন হয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের মতো একই সিলেবাসে মাদরাসার শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছেন। বক্তারা সকল বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ