Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

পদ্মায় স্পিডবোটডুবি, স্বামী-স্ত্রীসহ ৩ লাশ উদ্ধার

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ২:১২ পিএম
মাদারীপুরের পদ্মায় স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ স্বামী-স্ত্রীসহ তিন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নিখোঁজদের উদ্ধার করে শিবচর থানা পুলিশ। 
তারা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার প্রশন্নপুর গ্রামের আ. রহমান উকিলের ছেলে মেরাজুল ইসলাম রাজু (২২), তার স্ত্রী সাদিয়া আক্তার লিমা(১৮) ও পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আমিরাবাদ গ্রামের রুবেল গাজীর মেয়ে ফাতেমা আক্তার (৮)। মেরাজুল ইসলাম রাজু সিরাজগঞ্জ জেলায় কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
 
শিবচর থানা পুলিশ জানায়, রোববার বিকালে শামীম মাদবরের মালিকানাধীন ২৪ যাত্রী নিয়ে স্পিডবোটটি শিমুলিয়াঘাট থেকে ছেড়ে আসে। মাঝ নদীতে এসে চলন্ত স্পিডবোটটি একটি ডাম্প ফেরির সঙ্গে ধাক্কা খেয়ে পানিতে ডুবে যায়।
 
তাৎক্ষণিকভাবে নদীতে টহলরত সেনা কর্মকর্তারা ২১ যাত্রীকে উদ্ধার করেন। ওই সময় তিন যাত্রীকে বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সোমবার সকালে স্বামী ও স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার করে শিবচর থানা পুলিশ।
 
শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, রোববার বিকালে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে স্পিডবোটডুবির ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ