বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল ও উজানে চীন, ভারতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চীনে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ব্রহ্মপুত্রের বন্যার মুখে রয়েছে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল ও আসাম রাজ্য।
এদিকে গতকাল (রোববার) পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র নদের পানির সমতল অপরিবর্তিত রয়েছে। আর যমুনা নদের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে এবং তা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উভয় নদ এখনও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে পদ্মা নদী ও পদ্মার উজানে গঙ্গা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। আপার মেঘনা অববাহিকায় সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে আগামী ২৪ ঘণ্টায়ও।
পানি উন্নয়ন বোর্ডের আওতায় দেশের ৯৪টি পানির সমতল পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে গতকাল ৪৬টি পয়েন্টে পানি বৃদ্ধি পায়। হ্রাস পায় ৪০টিতে। অপরিবর্তিত থাকে ৭টি পয়েন্টে। গত শনিবার ৪১টি পয়েন্টে পানি বৃদ্ধি এবং ৪৬টিতে হ্রাস পায়। অপরিবর্তিত ছিল ৫টি পয়েন্টে। গত শুক্রবার ৩২টি পয়েন্টে পানি বৃদ্ধি, ৫৪টিতে হ্রাস পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।