Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঘাটে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যান

পদ্মায় তীব্র স্রোত

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হয়ে পড়েছে। নৌরুটে গতকাল শুক্রবার সকাল থেকে ৪টি কেটাইপ ফেরি চলাচল করছে। এতে উভয় ঘাটেই পারাপারের অপেক্ষায় থাকা সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে স্রোতের তীব্রতার কারণে নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি পার হতে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। এদিকে স্রোতের কারণে ডাম্পসহ অন্যান্য ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্র জানায়, নৌরুটে ডাম্প ও রোরো ফেরি বন্ধ ছিল। শুধু কেটাইপ ফেরি কুঞ্জলতা ও কদম নামের ফেরি চলেছে। তবে বিকেলের দিকে আরো ২টি ফেরি নৌরুটে যুক্ত হয়। বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলো পদ্মাসেতু অতিক্রম করার সময় তীব্র স্রোতের মুখোমুখি হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, নৌরুটে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। সকাল থেকে দুটি কেটাইপ চলেছে। বিকেলে আরও ২টি ফেরি নতুন যুক্ত হয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ