Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় জেলের জালে ১০ কেজির বাঘাইড়

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করার সাথে সাথেই বড় বড় মাছ ধরা পড়ছে। গত শনিবার পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জেলে অছেল হালদারের জালে ১০ কেজি ওজনের বাগাইড় মাছ ধরা পড়ে। পরে মাছটি ৯শ’ টাকা কেজি দরে ক্রয় করেন চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্যা। মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে বিক্রি করেন।
চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্যা বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে বড় বড় মাছ আইড়, বোয়াল, কাতল, বেলেসহ বিভিন্ন প্রকার মাছ ধরা পড়ছে। আমরা ক্রয় করে মোবাইলে যোগাযোগ করে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের নিকট বিক্রি করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মায় জেলের জালে ১০ কেজির বাঘাইড়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ