Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় স্পিডবোট ডুবি তিনজনের লাশ উদ্ধার

মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৫ এএম

মাদারীপুরের কাঁঠালবাড়ি- শমুলিয়া নৌপথে স্পিডবোট উল্টে নিখোঁজের ঘটনায় শনিবার সকালে আরও দুই জনের লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে তিন জনের লাশ উদ্ধার হলো।
গতকাল শনিবার সকালে নিখোঁজ থাকা দুজনের লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। এরা হলো বরিশালের বানড়িপাড়া এলাকার রহমান খন্দকারের ছেলে ঢাকা কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মিারজ হোসেন (২০) এবং শিবচর উপজেলার দত্তপাড়া খাড়াকান্দি এলাকার ইমরান ফরাজীর ছেলে আমির হামজা (০৬)। এর পূর্বে শুক্রবার সকালে স্পিডবোট উল্টে নিহত হওয়া মুরাদ শেখ (২৫) এর লাশ উদ্ধার করা হয়। সে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের পলাশতলা এলাকার ইসমাইল মিয়ার ছেলে। মুরাদ ঢাকার বাটারা এলাকায় রঙের কাজ করতো। তিনি তার শ^শুর বাড়ি শিবচরে যাচ্ছিলেন। এ ঘটনার পরেই ঘাট থেকে ৯ জন স্পিডবোট চালকে আটক করে শিবচর থানা পুলিশ। আটককৃতদের শনিবার মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্পিডবোটের মালিক আলমগীর সরদার পলাতক রয়েছে।
কাঁঠালবাড়ি ঘাট সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিমুলিয়া ঘাট থেকে আলমগীর সরদারের একটি স্পিডবোট ২০ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। কাঁঠালবাড়ি স্পিডবোট ঘাটের ৪ নম্বর ঘাটের কাছাকাছি এসে পৌছালে বিপরীতমুখী একটি ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্পিডবোটটি উল্টে গিয়ে যাত্রীরা পদ্মার পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিক কয়েকজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে দুজন। উদ্ধার হওয়া ৬ জনের অবস্থা গুরতর থাকায় তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করে। এ ঘটানায় নিখোঁজ থাকে দুজন। শনিবার সকালে আরও দুই জনের লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। এ নিয়ে তিন জনের লাশ উদ্ধার হলো।
শিবচর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, পদ্মা নদীতে স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনায় দুজন যাত্রী নিখোঁজ ছিল। শনিবার সকালে নিখোঁজ দুই যাত্রীর লাশ কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে তিন জনের লাশ উদ্ধার হলো। স্পিডবোটের মালিক আলমগীর সরদারকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। আটককৃত ৯ জন স্পিডবোট চালকে শনিবার মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মায় স্পিডবোট ডুবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ