নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আন্তর্জাতিক তায়কোয়ানদো’র জনক খ্যাত দক্ষিণ কোরিয়ান জেনারেল চয় হোং হি’র শততম জন্ম বার্ষিকী ছিলো গতকাল। তিনি ১৯১৮ সালের এই দিনে জন্মগ্রহণ করে মারা যান ২০০২ সালে। প্রতিবছর তার জন্মদিনটি বিশ্বের অগনিত তায়কোয়ানদো খেলোয়াড়রা কেক কেটে উদযাপন করেন। এবার এর ব্যতিক্রম হয়নি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও পালিত হয়েছে জেনারেল চয় হোং হি’র জন্মদিন। যেহেতু এবারের জন্মদিনটি শততম, তাই সব জায়গায় আয়োজনও ভিন্ন ছিলো। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে প্রায় দু’শতাধিক খেলোয়াড় প্রদর্শনী ম্যাচ খেলেন। আনন্দ-উৎসবে মিলিত হন সবাই। উৎসবে আসা পাঁচ বছরের মেয়ে তানহা বলে, ‘তায়কোয়ানদো খেললে শরীর ভালো থাকে। মা বলেছেন, খেলাধূলা করতে। আজকে স্যার (সোলায়মান শিকদার) বলেছেন আমাদের তায়কোয়ানদোর ফাদারের জন্মদিন। তাই কেক কাটতে এসেছি।’
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সিউল অলিম্পিক স্টেডিয়ামের হল অব ফেমে জেনারেল চয় হোং হি’র প্রতিকৃতি আমি দেখেছি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উনার শততম জন্মদিন পালন করছি আমরা। তাছাড়া তায়কোয়ানদো খেলা একটি আত্মরক্ষামূলক কৌশল। এতে ছেলে মেয়েরা নিজেদের বাঁচাতে সক্ষম হয়। সবার উচিত এমন আত্মরক্ষার কৌশল শেখা।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারি, তায়কোয়ানদো ফেডারেশনের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক সোলায়মান শিকদার উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।