Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশেষ শিশুদের ক্রীড়া উৎসব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৮:৩৮ পিএম

ক্রীড়াবান্ধব শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় সমাজের সুবিধা বঞ্চিত শতাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে আগামী ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে বিশেষ শিশু-কিশোরদের জেলা ভিত্তিক গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসব। জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে এবং প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থার (প্রশিসেস) ব্যবস্থাপনায় মাদারীপুর জেলা সদরে অনুষ্ঠিত হবে দু’দিন ব্যাপী ক্রীড়া উৎসব। প্যারা অলিম্পিকে যে সকল ডিসিপ্লিন থাকে, ওই সব ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো ঢাকার বাইরে জেলা পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি এবং মাদারিপুরের প্রশিসেস। ক্রীড়া উৎসবে বিভিন্ন প্রতিবন্ধী সংস্থা, সংগঠন ও স্কুলের বিশেষ শিশু-কিশোররা অংশ নেবে। বৃহস্পতিবার ধানমন্ডিস্থ জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আক্তার। এ সময় ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রীড়া উৎসব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ