Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেনিসে ট্রেনিং ক্রীড়া ক্লিনিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:০১ এএম

এক যুগেরও বেশি সময় পর নির্বাচন হল টেনিসে। এবার খেলোয়াড়দের জন্য যুক্ত হয়েছে জিম, আন্তর্জাতিক টেনিস ট্রেনিং ও স্পোর্টস মেডিসিন ক্লিনিক। রোববার শেখ জামাল টেনিস কমপ্লেক্সে ‘ইন্টারন্যাশনাল টেনিস ট্রেনিং ও স্পোর্টস মেডিসিন ক্লিনিক’ এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু ও ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশীপ ফোরামের সাধারণ সম্পাদক সুজিত রায় উপস্থিত ছিলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার বলেন, ‘ক্রীড়াবিদদের উন্নয়নে আমরা ট্রেনিং এবং স্পোর্টস মেডিসিনের কার্যক্রম শুরু করেছি। যে কোন ক্রীড়া ফেডারেশনের ক্রীড়াবিদরা এখানে এসে সেবা নিতে পারবেন।’ ট্রেনিং প্রোগ্রামে ১৮ জেলার বিভিন্ন ক্লাব ও সংস্থার ৩৪ কোচ ও ৩২ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। ট্রেনিং কার্যক্রমের জন্য ভারত থেকে টেনিস প্রশিক্ষক, ফিজিও, স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞসহ ১০ জন সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল ঢাকায় এসেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেনিসে ট্রেনিং ক্রীড়া ক্লিনিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ