Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রীড়াঙ্গণে শোক দিবস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জাতীয় শোক দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে ঘাতকের নির্মম বুলেটে পরিবারের অধিকাংশ সদস্যদের সঙ্গে শহিদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অন্যদের মতো এই দিবসকে ঘিরে নানা আয়োজন করে থাকেন ক্রীড়াঙ্গণের মানুষেরা। আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন সভাকক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও এতিমদের আহারের ব্যবস্থা করবে তায়কোয়ান্দো ফেডারেশন। এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তায়কোয়ান্দোকারা। জানিয়েছেন তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), ঢাকা আবাহনী, শুটিং স্পোর্টস ফেডারেশন, উশুসহ বিভিন্ন ফেডারেশন নানা আয়োজনে ব্যস্ত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রীড়াঙ্গণে শোক দিবস

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ