নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
খবরটা ছড়িয়ে পড়ার পরই থমকে গিয়েছে ক্রীড়া-বিশ্ব। ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট স্থগিত করা হয়। ইংলিশ ফুটবল লিগে হবে না এ সপ্তাহের ১০ ম্যাচের একটিও। হয়নি গতকালের গলফে পিজিএ চ্যাম্পিয়নশিপ, হর্স রেসিং ও সাইক্লিংয়ের খেলাও।
১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। তার মৃত্যুতে শোকে ভাসছে বৈশ্বিক ক্রীড়াঙ্গন। খেলার দুনিয়ার দুই কিংবদন্তি পেলে ও রজার ফেদেরার শোক জানিয়েছেন রানির মৃত্যুতে।
তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার সঙ্গে সাক্ষাতের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। টুইটে তিনি লিখেছেন, ‘১৯৬৮ সালে প্রথম সাক্ষাতের পর থেকেই আমি রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ভক্ত। সেবার তিনি ব্রাজিলে এসে দর্শকে ঠাসা মারাকানায় ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা দেখেছিলেন। তার অবদান অমরত্ব পাবে।’
২০১০ উইম্বলডনে তার সঙ্গে দেখা হয়েছিল টেনিসের কিংবদন্তি রজার ফেদেরারের। উইম্বলডনে ৮ বারের চ্যাম্পিয়ন ফেদেরার রানির মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটে লিখেছেন, ‘মহামান্য রানির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার আভিজাত্য এবং দায়িত্বের প্রতি আনুগত্য মনে রাখবে ইতিহাস। ব্রিটেন এবং গোটা রাজ পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’ টেনিসের আরেক কিংবদন্তি রাফায়েল নাদালের টুইট, ‘অত্যন্ত সম্মান এবং গভীর শোক জানাচ্ছি।’
বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো বলেছেন, ‘২০১২ লন্ডন অলিম্পিক ও প্যারা অলিম্পিক সফলভাবে আয়োজনে রানির নিজেকে নিবেদন করার স্মৃতি আমি কখনো ভুলব না। আমরা সবাই তাকে মিস করব।’
ইংলিশ প্রিমিয়ার লিগের সব ক্লাব রানির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। প্রতিযোগিতাটির পক্ষ থেকে বলা হয়েছে, রানির মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত। রাজ পরিবারের প্রতি সহর্মমিতা রইল।’ এমনকি তার প্রতি সম্মান জানিয়ে ইংল্যান্ড, ওয়েলস, নর্দান আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ফুটবলে আগামী সপ্তাহের সব ধরণের ম্যাচও স্থগিত করা হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এ সপ্তাহে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া স্কটিশ প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল ৬টি। এছাড়া ইংল্যান্ডের ন্যাশনাল লিগ, এফএ কাপের ম্যাচ এবং গ্রাসরুটস ফুটবলও স্থগিত করা হয়েছে। মেয়েদের সুপার লিগের ফুটবলও স্থগিত করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা বলেছে, ‘জাতির জন্য তার (রানি দ্বিতীয় এলিজাবেথ) অসাধারণ জীবন আর অবদানের জন্য এবং তার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে প্রিমিয়ার লিগের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যার ম্যাচটিও এর মধ্যে আছে।’
স্থগিত হওয়ার তালিকায় আছে ইএফএলের শুক্র ও শনিবারের ম্যাচগুলোও। এছাড়া রয়েছে উইমেন’স সুপার লিগের আগামী শনি ও রোববারের ম্যাচও, যার মধ্য দিয়ে এবারের আসর শুরু হওয়ার কথা ছিল। ইংল্যান্ডে বন্ধ থাকবে জাতীয় লিগ, এফএ ট্রফি ও তৃণমূল ফুটবলও। ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন টুইট করেছেন, ‘এই কঠিন সময়ে রাজ পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। রানি ছিলেন প্রেরণার প্রতীক, দেশকে অবিশ্বাস্য সেবার জন্য সবাই তাকে মনে রাখবে। শান্তিতে ঘুমান।’
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকেও রানির মৃত্যুতে ‘গভীর শোক’ জানানো হয়। ইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে না। ওভালে সিরিজ নির্ধারণী এই ম্যাচের প্রথম দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। গতকাল দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইসিবি জানিয়েছে, রানিকে শ্রদ্ধা জানানোর নিদর্শন হিসেবে এদিন কোনো খেলা হবে না। এক বিবৃতিতে ইসিবি বলেছে, ‘ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ছেলেদের শুক্রবারের খেলার পাশাপাশি (মেয়েদের ঘরোয়া পর্যায়ের) র্যাচেল হেইহো ফ্লিন্ট ট্রফির পূর্বনির্ধারিত ম্যাচগুলো মহারানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রেক্ষিতে অনুষ্ঠিত হবে না। শুক্রবারের পরের দিনগুলোর খেলা যথাসময়ে হবে।’
রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা রাজা ষষ্ঠ জর্জ ১৯৫২ সালে মারা যান। সে সময়ও টেস্ট ম্যাচ খেলছিল ইংল্যান্ড, চেন্নাইয়ে ভারতের বিপক্ষে। পরে ম্যাচটির দ্বিতীয় দিন ‘রেস্ট ডে’ দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।