Inqilab Logo

রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাতীয় শোক দিবসে ক্রীড়াঙ্গন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসে পুরো জাতির সঙ্গে শোকে মুহ্যমান ছিল দেশের ক্রীড়াঙ্গণ। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল ক্রীড়াবিদ ও সংগঠকরা পালন করেছেন জাতীয় শোক দিবস। এদিন কোরআন খতম, মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করেছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন। ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও ঢাকা আবাহনী লিমিটেড। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কোরআন খতম, আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে বিসিবি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে বাফুফে), শুটিং ফেডারেশন, তায়কোয়ান্দো ফেডারেশন, উশু ফেডারেশন, ক্যারম ফেডারেশন, জিমন্যাস্টিক্স ফেডারেশন, খো খো ফেডারেশন, রাগবি ফেডারেশন, দাবা ফেডারেশন ও জুডো ফেডারেশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় শোক দিবসে ক্রীড়াঙ্গন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ