নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে এসে যেন ফলের রাজ্যে বসবাস করছেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদ ও কর্মকর্তারা। গেমসের সপ্তমদিন পাড় হয়েছে গতকাল। এরই মধ্যে প্রায় চার লাখ বিভিন্ন ফলের সাথে ৫০ হাজার কলা উদরস্থ করেছেন প্রায় ছয় হাজার অ্যাথলেট ও কর্মকর্তা। এই সংখ্যাটা শুধুমাত্র গেমস ভিলেজের। কমনওয়েলথ গেমসের ২২তম আসর উপলক্ষে শহরের মধ্যেই দু’টি আলাদা স্থানে গেমস ভিলেজ নির্মাণ করা হয়েছে। গেমসের নতুন ভিলেজ নির্মাণের জন্য শহরের মধ্যে অ্যাসটোনে জমি অধিগ্রহণ করে কয়েকটি ভবনও নির্মাণ করেছিল আয়েজক কতৃর্পক্ষ। কিন্তু করোনাভাইরাসের কারণে সবই লন্ডভন্ড হয়ে যায়। প্রায় ৩ বছর কোন কাজ করা যায়নি। শেষ পর্যন্ত বার্মিংহাম ইউনিভার্সিটি ও ন্যাশনাল এক্সিবিশন সেন্টারকে ঘিরে কয়েকটা হোটেল নিয়ে গেমস ভিলেজ তৈরি করা হয়। এখানেই দুই সপ্তাহ ধরে থাকছেন প্রায় ছয় হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তারা।
গেমস ভিলেজে সব রকম সুযোগ-সুবিধাই পাচ্ছেন তারা। ভিলেজে আছে জিম, মেডিকেল সেন্টার, কালচারাল সেন্টার, বিউটি পার্লার, পোস্ট অফিস, ব্যাংক, বীমা অফিস, মোবাইল শপ, অফিসিয়াল স্যুভেনির শপ, ইনফরমেশন সেন্টার, গেমস রুম, অ্যাথলেট লাউঞ্জ, ইন্টারন্যাশনাল জোন, মিডিয়া সেন্টার, এন্টারটেইনমেন্ট প্লাজা ও মিটিং রুমসহ অত্যাধুনিক সব ব্যবস্থা। ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে গেমস ভিলেজে। বার্মিংহাম কমনওয়েলথ গেমস শেষ হবে আগামী সোমবার। বুধবার বন্ধ করে দেয়া হবে গেমস ভিলেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।