বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশুলিয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে হাসিনা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এ ঘটনায় দগ্ধ আরব আলীর স্ত্রী। দগ্ধ অন্যরা আরব আলী তরফদার (৪৫), তার ছেলে আবদুর রব (২৫), রবের স্ত্রী রিপা আক্তার (২০), তাদের দেড় বছরের মেয়ে আয়শা আক্তারকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের সবার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার গোয়ালপাড়া গ্রামে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া দৈনিক ইনকিলাবকে বলেন, হাসিনা আক্তারের শরীরের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছিলেন।
সকালে তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এর আগে গত ২ নভেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে আশুলিয়ার বেড়ন এলাকার মানিকগঞ্জপাড়া কবরস্থান রোডের আব্দুল হামিদের দোতলা ভাড়া বাড়ির নীচতলায় গ্যাস লাইনের লিকেজ এ বিস্ফোরণ ঘটে।
পরে তাদের ঢাকা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।