Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তান জন্ম দিলেই জমি

ইতালিতে বিরূপ আবহাওয়ায় প্রাণহানি ২০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

তৃতীয় সন্তানের জন্ম হলেই হাতে হাতে একটি জমি- এমন প্রস্তাব আনা হচ্ছে ইতালির নতুন বাজেটে। যেসব দম্পতি ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে তৃতীয় সন্তান জন্ম দেবেন, তাদের একটি চাষজমি দেয়া হবে। গোটা ইউরোপে সব থেকে কম জন্মহার ইতালিতে। গত বছর ৪ লাখ ৬৪ হাজার শিশুর জন্ম হয়েছে। ফলে ক্রমেই ইতালিতে বাড়ছে বৃদ্ধের সংখ্যা। ইতালির কৃষিমন্ত্রী জিয়ান মার্কো সেন্টানাইও বলেছেন, ইতালিতে খুব কম শিশু রয়েছে। এটা আটকাতে হবে। গ্রামাঞ্চলের লোকদের যাদের এখনও সন্তান রয়েছে, তাদের উৎসাহ দিতে জমি দেয়া হবে। কোনো দম্পতি তৃতীয় সন্তান জন্ম দিলেই তাদেরকে এই জমি দেয়া হবে। তারা এ জমি ২০ বছর রাখতে পারবেন। অপর এক খবরে বলা হয়, ইতালির উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু ও কয়েক হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। শুক্রবার সার্দিনিয়ায় বজ্রপাতে ৮৭ বছর বয়সী এক নারী ও ৬২ বছর বয়সী এক জার্মান পর্যটক মারা গেছে। এই নিয়ে চলতি সপ্তাহে শুরু হওয়া এই ঝড়ে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার পার্বত্য অঞ্চলের দোলোমিতেস রেঞ্জে ঝড়ে বহু গাছ উপড়ে গেছে। ঝড়টি বেনেতো অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে। এই অঞ্চলের গাছ থেকে দিয়াশলাইলের কাঠি তৈরি করা হয়। ভেনেতোর গভর্নর লুকা জাইয়া বলেন, ‘মনে হলো ভূমিকম্প হয়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘কয়েক হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়ে গেছে।’ ঝড়ের কারণে ১ লাখ ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। ঝড়ে বৃহস্পতিবার ইতালির উত্তরাঞ্চলে ৭৪ ও ৭৩ বছর বয়সী দুই অবসরপ্রাপ্ত ব্যক্তি মারা যান। অ্যাসতা ভ্যালিতে ঝড়ের সময় তাদের গাড়ির ওপর গাছ উপড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। বেসিয়া অঞ্চলে অপর এক ব্যক্তি একটি নদীতে প্রচন্ড শক্তিশালী স্রোতের কবলে পড়েন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ