Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে হাজার কোটি টাকার খাস জমি উদ্ধার

সীতাকুণ্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ৪:৩৫ পিএম

সীতাকুণ্ড ফৌজদারহাট-বন্দর লিংক রোড এলাকায় বুধবার বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ১৯৪.১৮ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় এক হাজার কোটি টাকারও বেশি বলে জানা গেছে। এসময় একই জমিতে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিভিন্ন হোটেল, রেষ্ট্রুরেন্ট এবং নানান স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন সীতাকুÐ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল আলম। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বন্দর লিংক রোড এলাকার পাশে ব্যস্ততম গুরুত্বপূর্ণ স্থানে বহুকাল ধরে কতিপয় ব্যবসায়ীরা শত শত একর সরকারি খাস জমি দখল করে রেখে ছিল।সেখানে তারা হোটেল, রেষ্টুরেন্ট, সমিতিসহ নানান ব্যবসা করে আসছিল। কিন্তু তাদেরকে নিজ নিজ স্থাপনা সরিয়ে নেবার জন্য নোটিশ করা হলেও তারা নিজ উদ্যোগে প্রতিষ্ঠান সরায়নি। ফলে চট্টগ্রাম জেলা প্রশাসন আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্যারের নির্দেশনায় আমি এদিন বেলা সাড়ে ১১টা থেকে সেখানে অভিযান শুরু করি। প্রথমেই শুকতারা রেস্তোঁরা উচ্ছেদ করা হয়। পরবর্তীতে তার উত্তর পাশে অবৈধভাবে গড়ে উঠা সমিতি ও আরো অবৈধ দখলসহ অন্যান্য দোকানসহ প্রায় এক’শ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। সব মিলিয়ে মোট ১৯৪.১৮ একর জমি উচ্ছেদ করা হয়। উদ্ধার হওয়া জমির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকার ও বেশি। অভিযানকালে সীতাকুÐ মডেল থানার এস.আই শাখাওয়াত হোসেন, ভাটিয়ারী (ভূমি )অফিসের সহকারী কর্মকর্তা মোঃ নুরুল হাসান, সার্বেয়ার অহিদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ