Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ু দূষণে ইউরোপে বছরে ৫ লাখ মৃত্যু

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

বেশ কিছু আইন করে এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ইউরোপে বায়ুদূষণের মাত্রা অনেকটা কমিয়ে আনা গেলেও এখনো বছরে গড়ে ৫ লাখ মানুষের মৃত্যু হচ্ছে দূষণের কারণে। প্রকাশিত এক প্রতিবেদনে ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) বায়ু দূষণকে ‘অদৃশ্য ঘাতক› হিসেবে বর্ণনা করেছে। কোপেনহেগেনভিত্তিক সংস্থাটি জানায়, ইউরোপে প্রতি ঘনমিটার বাতাসে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের ভাসমান বস্তুকণার (পিএম২.৫) বার্ষিক গড় পরিমাণ এখনও নিরাপদ মাত্রার চেয়ে বেশি। তবে বায়ুদূষণের কারণে মৃত্যুর হার ১৯৯০ সালের তুলনায় কমে অর্ধেক হয়েছে বলে ইইএ-এর প্রতিবেদনে জানানো হয়েছে। ইইএ-এর প্রধান হান্স ব্রুইনিনক্স বলেন, “বায়ু দূষণ নীরব ঘাতক। এর কারণগুলো দূর করতে আমাদের দ্বিগুণ কাজ করতে হবে।” এক্ষেত্রে পরিবহন, জ্বালানি ও কৃষি খাতে কার্বন নিঃসরণ আরও কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন তিনি। ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইউরোপের ৩৯টি দেশের আড়াই হাজার জায়গার বায়ুর গুণাগুণ পরিমাপ করা হয়েছে এই গবেষণায়। ডিডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ