Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘লুপ্ত’সহ ছয়টি ফিল্ম মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আগামীকাল বলিউডের ‘রাষ্ট্রপুত্র’, ‘কুত্তে কি দাম’, ‘জ্যাক অ্যান্ড দিল’, ‘লুপ্ত’, ‘মওসাম ইকরার কে দো পাল পেয়ার কে’ এবং ‘এককিস তারিখ শুভ মুহুরাত’ ফিল্ম ছয়টি মুক্তি পাচ্ছে। দ্য বম্বে টকিজ স্টুডিওসের ব্যানারে অ্যাকশন ফিল্ম ‘রাষ্ট্রপুত্র’ মুক্তি পাচ্ছে। ফিল্মটি প্রযোজনা করেছেন গিরীশ ঘনশ্যাম দুবে। আজাদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আজাদ, রুহি সিং, আনুষ্কা, জেমি লিভার, বিবেক বস্বানি, অচিন্ত্য কওর, রাকেশ বেদি,অতুল শ্রীবাস্তব, দীপরাজ রানা এবং জাকির হুসেন। আজাদ এবং বাপ্পি লাহিড়ী সঙ্গীত পরিচালনা করেছেন। ‘কুত্তে কি দাম’ মুক্তি পাচ্ছে ইন্ডিয়ান কারি ফিল্মসের ব্যানারে। সোনিকা পাটেল কমেডি ফিল্মটি প্রযোজনা করেছেন। সুনীল পাটেলের পরিচালনায় অভিনয় করেছেন তানিয়া দাঙ, জাস বোপারাই, ললিত সিং রোয়া, জাসবীর রান্দেভা, কুলভান্ত খাটরা, সানি ছাভারিয়া, সাতনাম সিং, রাজ রেহমান আলি এবং কুলবিন্দার কওর। সুনীল পাটেল সঙ্গীত পরিচালনা করেছেন। হরর ফিল্ম ‘লুপ্ত’ মুক্তি পাচ্ছে আরডি এন্টারটেইনমেন্টের ব্যানারে। প্রযোজনা করেছেন হনভন্ত খাটরি এবং ললিত কিরি। প্রভুরাজের পরিচালনায় অভিনয় করেছেন জাভেদ জাফরি, বিজয় রাজ, করণ আনন্দ, নিকি ওয়ালিয়া, মীনাক্ষী দীক্ষিত এবং ঋষভ চাদ্ধা। ভিকি হার্দিক সঙ্গীত পরিচালনা করেছেন। সচীন পি. কারান্ডে কমেডি ফিল্ম ‘জ্যাক অ্যান্ড দিল’ পরিচালনা করেছেন: অভিনয় করেছেন অমিত সা, আরবাজ খান এবং সোনাল চৌহান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ