মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানশু প্রদেশের রাজধানী লানঝু থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মধ্যে একটি নতুন রেল ও সড়ক কার্গো সার্ভিস চালু হয়েছে। চায়না ডেইলির এক খবরে বলা হয়, লানঝু থেকে মঙ্গলবার একটি ট্রেন ৩০টি ক্যারিজ নিয়ে উইঘুর অটোনমাস অঞ্চলের কাশগরের পথে যাত্রা শুরু করেছে। এসব ক্যারিজে মেশিনারি, গাড়ির যন্ত্রাংশ ও নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে। এরপর কাশগর থেকে পণ্যগুলো সড়কপথে ইসলামাবাদে পাঠানো হবে বলে চীনের রাষ্ট্রায়ত্ত মিডিয়াটি বুধবার জানায়। ইন্টারন্যাশনাল ল্যান্ড পোর্ট অব গানসু’র ব্যবস্থাপনা কমিটির উপ পরিচালক লুও ঝি বলেন যে, ৪,৫০০ কিলোমিটার যাত্রা শেষ করতে ১৩ দিন লাগবে। সাগর পথে এসব পণ্য পাঠাতে আরো ১৫ দিন বেশি সময়ের প্রয়োজন হতো। গানশু থেকে দক্ষিণ এশিয়ামুখী এটা দ্বিতীয় ট্রেন ও সড়ক কার্গো সার্ভিস। ২০১৬ সালে লানঝু ও নেপালের কাঠমান্ডুর মধ্যে রেল ও সড়ক কার্গো সার্ভিস চালু হয়। লুও বলেন, আমি আশা করছি নতুন রেল ও সড়ক কার্গো সার্ভিস চীন ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে নতুন উদাহরণ সৃষ্টি করতে পারবে। এতে আরো অনেক দেশ ‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভে’ যোগ দিতে উৎসাহিত হবে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।