Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্গো ফ্লাইটে চড়ে ঢাকায় বিদেশিনী!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১২:৫৬ পিএম

কার্গো ফ্লাইটে করে আসার কথা পণ্যসামগ্রী। পণ্যসামগ্রী এলো ঠিকই। কিন্তু সঙ্গে এলেন এক বিদেশিনী। ঘটনাটি গতকাল মঙ্গলবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডেনমার্কের ওই নাগরিকের বাংলাদেশে আসার কথা ছিল আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হয়ে কাজ করার জন্য। তিনি একজন মেডিক্যাল বিশেষজ্ঞ। বাংলাদেশে আসার পরিকল্পনা অনুযায়ী গত মে মাসে ডেনমার্কের কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস থেকে ভিসাও নিয়েছিলেন। তিনিসহ চারজন বাংলাদেশে আসবেন-এমন ক‚টনৈতিক বার্তাও পাঠানো হয়েছিল। কিন্তু কেবল সেই কার্গো ফ্লাইটে আসার অনুমতি ছিল না।
জানা গেছে, কার্গো ফ্লাইটে করে কিভাবে ওই ব্যক্তি বাংলাদেশে আসলেন এবং কাতার এয়ারওয়েজই বা কেন তাকে নিয়ে এলো তা নিয়ে বিস্ময় সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী, কার্গো ফ্লাইটে করে এভাবে যাত্রী পরিবহনের সুযোগ নেই।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওই যাত্রীকে ইমিগ্রেশন পার করে বাংলাদেশে ঢোকার ব্যবস্থা করতে চেষ্টার কমতি ছিল না। কিন্তু তাকে ভোররাতেই ফিরতি ফ্লাইটে বহিষ্কার করা হয় বলে ইমিগ্রেশন সূত্র জানায়। কারণ এভাবে আসার কোনো নিয়ম নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ