Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে জাহাজ রফতানি

চট্টগ্রামের ইয়ার্ডে নির্মিত আরও দু’টি কার্গোজাহাজ হস্তান্তর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশের শিপ ইয়ার্ডে নির্মিত জাহাজ রফতানি করা হচ্ছে ভারতে। ইতোপূর্বে ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চট্টগ্রামসহ দেশের কয়েকটি শিপ ইয়ার্ডে নির্মিত উন্নত প্রযুক্তির ও আন্তর্জাতিক মানসম্মত সামুদ্রিক জাহাজ ও বিভিন্ন ধরনের নৌযান রফতানি করা হয়। গতকাল শুক্রবার চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডে নির্মিত আরও দু’টি বড় কার্গো জাহাজ ভারতীয় কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, জাহাজ নির্মাণে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ভারত আরও জাহাজ ক্রয়ের জন্য কার্যাদেশ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী ভারত, ভুটান, নেপালকে আমাদের বন্দর ব্যবহার করতে দিলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আমরা উন্নতির স্বার্থে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবো। চট্টগ্রাম ও মংলা বন্দরের উন্নয়ন অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ। গতকাল কর্ণফুলী নদীতে ওয়েস্টার্ন ক্রুজ জাহাজে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কসকে দু’টি জাহাজ হস্তান্তর করা হয়।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিত ৮ হাজার ডিডবিøউটি ধারণক্ষমতার ‘জেএসডবিøউ সিংহগড়’ এবং ‘জেএসডবিøউ লোহগড়’ নামক দুই জাহাজ মুম্বাই ও গোয়ার মধ্যবর্তী জয়গড় বন্দর থেকে মহারাষ্ট্রের ধরমতার বন্দরে খনিজ লোহা ও কয়লা পরিবহন করবে।
ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ২০১৫ সালে ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কস ২শ’ কোটি টাকা মূল্যে ৪টি জাহাজ নির্মাণের কার্যাদেশ দেয়। এরআগে নির্মিত দু’টি জাহাজ ‘জেএসডবিøউ রাইগাড়’ এবং ‘জেএসডবিøউ প্রতাপগড়’ ২০১৭ সালের অক্টোবরে উক্ত কোম্পানিকে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়ার অ্যাডমিরাল আবু আশরাফ, ব্যাংক এশিয়ার ডিএমডি এসএম ইকবাল, ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান প্রমুখ।



 

Show all comments
  • ash ১১ জানুয়ারি, ২০২০, ৪:৩০ এএম says : 0
    DUI BOSOR ONEK LOMBA SHOMOY ! AMON JAHAJ CHINA 6-8 MASHE BANAY, BNAGLADESH ER WICHITH 8 THEKE 12 MASHE BANANO MOST
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কার্গোজাহাজ

১১ জানুয়ারি, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ