Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বাজার’সহ আটটি ফিল্ম মুক্তি পেতে পারে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

আগামীকাল বলিউডের স্বল্প আলোচিত আটটি চলচ্চিত্র মুক্তি পেতে পারে। এগুলো হল- ‘কাশী- ইন সার্চ অফ গঙ্গা’, ‘বাজার’, ‘গাঁও- ভিলেজ নো মোর’, ‘মাই ক্লায়েন্ট’স ওয়াইফ’, ‘দাশেরা’, ‘চাল যা বাপু’, ‘দ্য জার্নি অফ কার্মা’, ‘মরুধর এক্সপ্রেস’। কায়টা প্রডাকশন্স এবং এমে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে ড্রামা ফিল্ম ‘বাজার মুক্তি পাচ্ছে। ধীরাজ ভদভান, অজয় কাপুর, মনীষা আডবানি এবং নিখিল আডবানি চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। গৌরব কে চাওলার পরিচালনায় অভিনয় করেছেন সাইফ আলি খান, রোহন মেহরা, চিত্রাঙ্গদা সিং, রাধিকা আপ্তে এবং এলি অ্যাভরাম। সঙ্গীত পরিচালনা করেছেন তনিষ্ক বাগচী, ইয়ো ইয়ো হানি সিং, সোহেল সেন এবং বিলাল সাইদ। ইনসাইট ইন্ডিয়ার ব্যানারে মুক্তি পাচ্ছে ‘কাশী- ইন সার্চ অফ গঙ্গা’। সাসপেন্স থ্রিলারটি প্রযোজনা করেছেন আদিত্য দেব, ধীরাজ কুমার, মনীষ কিশোর, শ্রাবণ কুমার এবং বিনীত সিং। ধীরাজ কুমারের পরিচালনায় অভিনয় করেছেন শরমন জোশি, গোবিন্দ নামদেব,মনোজ পাহভা, ঐশ্বরিয়া দেবন, মনোজ জোশি, প্রিয়াঙ্কা সিং, পুষ্কর তিওয়ারি এবং মুগ্ধা মেহারিয়া। রাজু আশু সঙ্গীত পরিচালনা করেছেন। গৌতম সিং পরিচালিত ড্রামা ফিল্ম ‘গাঁও-ভিলেজ নো মোর’-এ অভিনয় করেছেন শাবাব কামাল, নেহা মহাজন এবং শিশির শর্মা। প্রভাকর মীনা ভাস্কর পস্ত পরিচালিত মিস্ট্রি থ্রিলার ‘মাই ক্লায়েন্ট’স ওয়াইফ’-এ অভিনয় করেছেন অঞ্জলি পাটিল, শারিব হাশমি এবং অভিমন্যু সিং। কমেডি ‘মাধুধর এক্সপ্রেস’ পরিচালনা করেছেন বিশাল মিশ্র, এতে অভিনয় করেছেন কুণাল রায় কাপুর, তারা আলিশা বেরি এবং রাজেশ শর্মা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ