প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত সপ্তাহে বলিউডের ‘নমস্তে ইংল্যান্ড’, ‘বাধাই হো’ এবং ‘দ্য ডার্ক সাইড অফ লাইফ : মুম্বাই সিটি’ মুক্তি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনা ছিল‘নমস্তে ইংল্যান্ড’ ফিল্মটির, তবে বাস্তবে প্রথম দিন থেকেই ভাল আয় করেছে ‘বাধাই হো’ এবং এটি হিট হবার পথে। কমেডি ফিল্ম ‘বাধাই হো’ পরিচালনা করেছেন অমিত রবীন্দর নাথ শর্মা। এতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, সানিয়া মালহোত্রা, নীনা গুপ্তা, গজরাজ রাও এবং সুরেখা সিক্রি। বৃহস্পতিবার মুক্তি পেয়ে চলচ্চিত্রটি আয় করেছে ৭.২৯ কোটি রুপি। একদিনের বর্ধিত সপ্তাহাস্ত পর্যস্ত আয় ৪৫.০৭ কোটি রুপি। বিষয়বস্তুর বৈচিত্র্যের জন্য চলচ্চিত্রটি প্রশংসা পেয়েছে। বিপুল অম্রুতলাল শাহ-এর পরিচালনায় ‘নমস্তে ইংল্যান্ড’ রোমান্টিক কমেডি ফিল্মটিতে অভিনয় করেছেন অর্জুন কাপুর, পরিণীতি চোপড়া, অলঙ্কৃতা সাহাই, আদিত্য সিল এবং অনিল মাঙ্গে। সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান শাহ। বৃহস্পতিবার মুক্তি পেয়ে ফিল্মটি আয় করেছে ১.৯ কোটি রুপি। সপ্তাহাস্ত পর্যস্ত আয় ৭.০২ কোটি রুপি। গড় প্রশংসা পেয়েছে ফিল্মটি। ‘দ্য ডার্ক সাইড অফ লাইফ : মুম্বাই সিটি’র মুক্তি শেষ পর্যস্ত বাতিল হয়েছে। ‘আন্ধাধুন’ ফিল্মটির আয় ৭০ কোটি রুপি ছাড়িয়েছে; ফিল্মটি হিট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।