পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতের গ্রাহক। আমরা বিদ্যুৎ ব্যবহার করি এবং নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি। বিদ্যুৎ ব্যবহারের জন্য নিজেদের টাকায় মিটার ক্রয় করে থাকি এবং একজন গ্রাহক হিসেবে নিজেরাই এর রক্ষণাবেক্ষণ করে থাকি। মিটারের কোনো ধরনের ক্ষতিসাধন হলে গ্রাহক নিজেরাই তার দায় বহন করে থাকেন। অথচ এই মিটার বাবদ প্রতি মাসে ১০ টাকা হারে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের কাছ থেকে নিয়ে যায় নিজেদের পকেটে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির যদি সারাদেশে ন্যূনতম ৫ লাখ গ্রাহক থাকেন, তাহলে প্রতি মাসে অতিরিক্ত ৫০ লাখ টাকা আদায় করা হয়। আমার টাকায় মিটার ক্রয় করা, রক্ষণাবেক্ষণের দায়িত্বও আমার। অথচ মিটার ভাড়া ভোগ করে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি যদি বাংলাদেশে ২০ বছর ধরে বিদ্যুৎ সেবা দিয়ে থাকে, তাহলে এখন পর্যন্ত কত হাজার কোটি টাকা গ্রাহকের পকেট কেটে নিয়েছে? একজন গ্রাহক ১০ টাকা করে দেন বলে এটা সামান্য মনে হয়; কিন্তু সব টাকা মোট করলে এর পরিমাণ বিপুল। এ কেমন নিয়ম? আমরা এই নিয়মের পরিবর্তন চাই। এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
0 চাঁদপুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।