Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশ্যে এসেছে ন্যানসিকন্যা রোদেলার ‘স্বপ্ন বিলাস’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১০:৫৮ এএম

জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসির বড় মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। মায়ের মতো তিনিও পা রেখেছেন সংগীতাঙ্গনে। রোদেলা এবার নিয়ে এসেছেন নতুন মৌলিক গান ‘স্বপ্ন বিলাস’। বড়দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বরের প্রথম প্রহরে ইউটিউবে ন্যান্সির প্রোডাকশন হাউজ এন প্রোডাকশন চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী।

গানটি প্রসঙ্গে রোদেলা বলেন, ‘শ্রদ্ধেয় সেতু চৌধুরী অনেক যত্ন নিয়ে আমার জন্য গানটি তৈরি করেছেন। আমিও চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে গাওয়ার। আমরা দুজনেই কাজটি খুব উপভোগ করেছি। আশা করি শ্রোতারাও পছন্দ করবেন।’

মেয়ের এই গান সম্পর্কে মা ন্যানসি বলেন, ‘আগের দুটি মৌলিক গানে রোদেলার কণ্ঠ অপরিণত ছিল। ও এখনো বেড়ে উঠছে। এ সময় বিভিন্ন ধাপে কণ্ঠে পরিবর্তন আসবে। আমার মেয়ে বলে বলছি না। এখনই ওর গানের কণ্ঠ ভীষণ ভালো। এ গানেও অনেক ভালো করেছে। শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন।’

মার্জিয়া বুশরা রোদেলা শুরুটা করেছিলেন নজরুল ও রবীন্দ্রসংগীত গেয়ে। এরপর হাজির হন লাকী আখন্দের বিখ্যাত গান ‘আমায় ডেকো না’ নিয়ে। সবগুলো গানের জন্যই মেলে প্রশংসা। সবশেষ গত বছর হাবিব ওয়াহিদের সংগীতে ‘বাধাহীন মনের গল্প’ গেয়ে চমকে দেন গায়িকাকন্যা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বপ্ন বিলাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ