নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দুবাই প্রো কম্পিটিশনের মাসল শোতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ অ্যামেচার বডিবিল্ডিং ফেডারেশনের রঞ্জিত চন্দ্র সরকার। শনিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরুষ বিভাগের ৭০ কেজি ওজন শ্রেণীতে তিনি এই স্বর্ণপদক জেতেন। ২২ থেকে ৩০ অক্টোবরন পর্যন্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের খেলা। প্রতিযোগিতার প্রথম পর্বে ৫৩৭ পয়েন্ট পেয়ে দশজনের সঙ্গে ফাইনালে উঠেছিলেন রঞ্জিত। দুবাই থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি বলেন, ‘আমার এই অর্জন বাংলাদেশের। দেশের প্রতিটি মানুষকে এই সাফল্য উৎসর্গ করছি। বিশ্বের সেরা বডিবিল্ডারদের হারাতে পেরে আমি খুব খুশী। আমাকে এ প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই।’ এর আগে ২০১৯ সালে আইএফবিবি ওয়ার্ল্ড লেভেলে ৬০ কেজিতে রবিন রুপা এবং এশিয়ান লেভেলে আনোয়ার হোসেন ক্লাসিক বডিবিল্ডিংয়ে ১৭৭ সেন্টিমিন্টার উচ্চতায় রুপা জেতেন। এছাড়া ২০১৮ সালে সাফ পর্যায়ে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।