Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গঙ্গা বিলাসে ঘুরতে লাগবে ২৫ লাখ টাকা, তবুও এক বছরের সব টিকিট শেষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ২:২৩ পিএম

বিশ্বের সবচেয়ে বড় নদী-বিহারের প্রমোদতরী গঙ্গা বিলাসের আগামী এক বছরের সব টিকিট বিক্রি হয়ে গেছে। প্রমোদতরীটির পরিচালনাকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর টাইমস নাউয়ের।

শুক্রবার (১৩ জানুয়ারি) গঙ্গা বিলাস প্রমোদতরীটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি ভারতের উত্তর প্রদেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ হয়ে আসামে যাবে। যাত্রার স্থল থেকে গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ৫১ দিন। প্রমোদতরীটি দিয়ে নদী-বিলাস করতে একেকজনের খরচ হবে প্রায় ২০ লাখ রুপি। যা বাংলাদেশের অর্থে ২৫ লাখ টাকারও বেশি। এই উচ্চমূল্য সত্ত্বেও ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত গঙ্গা বিলাসের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
প্রমোদতরীটির পরিচালক রাজ সিং বলেছেন, ‘এখন ২০২৪ সালের মার্চের পর যদি কেউ ভ্রমণ করত চান তাহলে টিকিট বুক করা সম্ভব।’
এদিকে প্রমোদতরীটি যখন যাত্রা শুরু করবে তখন পর্যটকদের শুধুমাত্র ভারতীয় নিরামিষ এবং অ্যালকোহলবিহীন পানীয় দেওয়া হবে। এছাড়া পর্যটকদের স্থানীয় খাবার ও মৌসুমী শাক-সবজি খাওয়ানো হবে। প্রমোদতরীটিতে কোনো আমিষ এবং অ্যালকোহল থাকবে না বলে জানিয়েছেন রাজ সিং।
৬২ মিটার দীর্ঘ এ প্রমোদতরীটি পুরোপুরি ভারতে তৈরি করা হয়েছে। খরচ হয়েছে ৬৮ কোটি রুপি। রাজ সিং বলেছেন, ‘অন্য কোথাও এটি তৈরি করলে যে অর্থ খরচ হতো আমরা ভারতে অর্ধেক অর্থে এটি তৈরি করেছি।’
৫১ দিনের যাত্রায় মোট ৩ হাজার ২০০ কিলোমিটার ভ্রমণ করবে প্রমোদতরীটি। ভারতের পাঁচটি রাজ্য ও বাংলাদেশ মিলিয়ে পাড়ি দেবে ২৭টি নদী। এটিতে রয়েছে ১৮টি স্যুট। যেগুলোতে ৩৬ জন পর্যটক থাকতে পারবেন।
এই ৫১ দিনের যাত্রায় মোট ৫০টি পর্যটন স্পটে থামবে গঙ্গা বিলাস। যার মধ্যে থাকবে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান, জাতীয় পার্ক, নদীর ঘাট, বিহারের গুরুত্বপূর্ণ পাটনা শহর, ঝাড়খণ্ডের সাহীবগঞ্জ, কলকাতার ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশের ঢাকা এবং আসামের গুয়াহাটি। সূত্র: টাইমস নাউ



 

Show all comments
  • Md. Humayun Kabir ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:৫৯ পিএম says : 0
    মাত্র ৬৮ কোটি টাকার একটি প্রমোদ জাহাজে ভ্রমন খরচ ২০ লাখ রুপি!!! বাংলাদেশে ২৫ ফুট দৈর্ঘ্যের একটা সাধারণ মানের শ্যালো ইঞ্জিন চালিত স্পিডবোট তৈরির খরচ দেখানো হয় ১২ কোটি টাকা,যেটায় যাত্রী বসতে পারে ২৫ জন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ