Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

মাদকসেবীদের দৌরাত্ম্য

| প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানীর ধানমণ্ডি লেক এলাকায় মাদকসেবীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এই লেককে ঘিরে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র তৎপর। সন্ধ্যা হলেই লেক ও এর আশপাশে বসে মাদকসেবীদের হাট। প্রকাশ্যেই তারা মাদক সেবন করে। এতে প্রতিনিয়ত লেকে আসা দর্শনার্থী কিংবা পরিবারের সঙ্গে আসা ব্যক্তিরা বিব্রতকর অবস্থায় পড়ে। লেকে নিরাপত্তা কর্মীরা থাকলেও তাদের সংখ্যা সীমিত। তাদের একজনের সঙ্গে কথা হলে জানান, মাদকসেবীরা একটি সংঘবদ্ধ দল। তাদের বিরুদ্ধে কথা বলা ঝামেলার ব্যাপার। নজরদারির অভাবে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের অভয়ারণ্য হয়ে উঠছে ধানমণ্ডি লেক এলাকা। প্রকাশ্যে গাঁজা সেবন করে অশ্নীল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কিশোর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ সরকার মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গত কয়েক মাস ধরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরও নির্বিঘ্নে ধানমণ্ডি লেক এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবন চলছে। এ ব্যাপারে প্রশাসনের সুনজর আশা করছি।
খালিদ জামান সেজান
ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসেবী

১ সেপ্টেম্বর, ২০১৯
১৭ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন