Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সান্তাহারে দুই মাদকসেবীর কারাদন্ড

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

বগুড়ার সান্তাহার শহরে গত বৃহস্পতিবার রাতে দুই মাদকসেবীর সাত দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের রায় প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। গতকাল শুক্রবার সকালে তাদের বগুড়া কারাগারে পাঠিয়েছে পুলিশ। সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি আকবর হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে সান্তাহার শহরের চা বাগান মহল্লার মৃত মশিউর রহমানের ছেলে সুলতান আহম্মেদ (৪২) ও নওগাঁর আরজি নওগাঁ গ্রামের সাদি প্রামানিকের ছেলে বাচ্চু মিয়া (৫০) কে স্টেশন এলাকা থেকে টহল পুলিশ দুই পুরিয়া হেরোইন ও ৪ পিস ইয়াবাসহ তাদের আটক করে। রাতেই ওই দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সাতদিন করে কারাদন্ড প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসেবী

১ সেপ্টেম্বর, ২০১৯
১৭ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ