Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী ৫ যুবককে সাজা ও জরিমানা

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ৭:৩৬ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া আফরিন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ৫ মে সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের বিচারে তাদেরকে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করা হয়েছে। বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ব্যক্তি ও জরিমানা প্রদানকারীরা হলো- কুমিল্লার কোতয়ালী থানার বিবির বাজার এলাকার মো. মাসুম মিয়ার ছেলে মো. সাগর (১৮) এর কাছ থেকে ৫ পিস ইয়াবা পাওয়ায় ভ্রাম্যমান আদালতের বিচারে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে। উপজেলার হরিপুর গ্রামের মো. সিপন (২৩) কে মাদক সেবনের দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ব্র্াহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার মো. সাগর মিয়ার ছেলে মো. দ্বীন ইসলাম (৩০) কে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কোবাগর (রাজাপুর) গ্রামের মৃত: আবুল কাশেমের ছেলে মো. রেদোয়ান হোসেন ওরফে কামাল (২৫) কে গাঁজা সেবন ও সঙ্গে দুই পুরিয়া গাঁজা পাওয়ার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ইয়াবা সেবনের দায়ে শংকুচাইল গ্রামের মো. জয়নাল হোসেনের ছেলে মো. পাভেলকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন এসআই ইয়াসিন, এএসআই শাহাদাৎ, এএসআই নজরুল ইসলাম সহ অন্যান্য সঙ্গীয় ফোর্সরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসেবী

১ সেপ্টেম্বর, ২০১৯
১৭ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ