প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামীকাল বলিউডের ‘হেলিকপ্টার ইলা’সহ পাঁচটি ফিল্ম মুক্তি পাবে। অন্য চারটি ফিল্ম- ‘তুমবাদ’, ‘জেলেবি’, ফ্রাইডে’, এবং ‘মাল রোড দিল্লি’। ‘হেলিকপ্টার ইলা’ মুক্তি পাচ্ছে অজয় দেবগন ফিল্মস এবং পেন ইন্ডিয়া লিমিটেডের ব্যানারে। ড্রামা ফিল্মটি প্রযোজনা করেছেন অজয় দেবগন, অক্ষয় জয়ন্তিলাল গাড়া, দাবাল জয়ন্তিলাল গাড়া। প্রদীপ সরকারের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কাজল, ঋদ্ধি সেন, নেহা ধুপিয়া, টোটা রায় চৌধুরী, অতুল কুলকার্নি, মুকেশ ঋষি এবং অতিথি ভূমিকায় অমিতাভ বচ্চন। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। ইনবক্স পিকচার্স প্রাইভেট লিমিটেড এবং পিভিআর পিকচার্সের ব্যানারে কমেডি ফিল্ম ‘ফ্রাইডে’ মুক্তি পাচ্ছে। সাজিদ কুরেশি চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। অভিষেক দোগরার পরিচালনায় অভিনয় করেছেন গোবিন্দ, বরুণ শর্মা, প্রভলিন সান্ধু, দিগঙ্গনা সূর্যবংশী, বৃজেন্দ্র কালা, সঞ্জয় মিশ্র, রাজেশ শর্মা। অঙ্কিত তিওয়ারী এবং মিলিন্দ গাবা সঙ্গীত পরিচালনা করেছেন। হরর ফিল্ম ‘তুমবাদ’ মুক্তি পাচ্ছে এরোস ইন্টারন্যাশনাল মিডিয়া লিমিটেড, কালার ইয়েলো প্রডাকশন্স এবং আ লিটল টাউন ফিল্মস প্রডাকশনের ব্যানারে। প্রযোজনা করেছেন সোহাম শাহ, আনন্দ এল. রাই, মুকেশ শাহ এবং অমিতা শাহ। রাহি অনিল বার্বের পরিচালনায় অভিনয় করেছেন সোহাম শাহ, হরিশ খান্না, রঞ্জিনী চক্রবর্তী, অনিতা দাতে, মোহাম্মদ সামাদ, জয়তি মালশে এবং দীপক দামলে। সঙ্গীত পরিচালনা জ্যাস্পার কিড এবং অজয়-অতুলের। পুষ্পদীপ ভরদ্বাজ পরিচালিত রোমান্স ড্রামা ‘জেলেবি’তে অভিনয় করেছেন কাওসার মুনির এবং পুষ্পদীপ ভরদ্বাজ। অতুল স্রিবা পরিচালিত ড্রামা ফিল্ম ‘মাল রোড দিল্লি’তে অভিনয় করেছেন অতুল স্রিবা, জিত কুমার, সমর্থ শাথিল্য এবং রোহিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।