প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গেন্দা কুমারী ওরফে ছুটকি (সানিয়া মালহোত্রা) আর চাম্পা কুমারী ওরফে বড়কি (রাধিকা মদন) দুই বোন। তবে তাদের সম্পর্ক যে কোনও দুই বোনের মত নয়। সারাক্ষণ চুলাচুলি লেগেই আছে তাদের মধ্যে সামান্য একটি বিড়ি নিয়ে ঝগড়া শুধু গালাগালির মধ্যেই সীমিত থাকে না তা হাতাহাতিতেও গড়ায়। আর নারদমুনি (সুনীল গ্রোভার) সবসময় তাদের মাঝে বিবাদ বাঁধিয়ে দিয়ে আনন্দ পায়, তবে তাতে যে তার অসৎ উদ্দেশ্য থাকে তেমন নয়। ছুটকি বড়কির বাবা শান্তি ভূষণ (বিজয় রাজ) বন বিভাগে ছোট ব্যবসা করে। একবার একটি কাজের জন্য বন বিভাগ থেকে তার কাছ থেকে চার লক্ষ রুপি দাবী করা হয়। এতো টাকা তো তার কাছে নেই। তবে আছে থারকি পাটেলের (সানন্দ ভার্মা) কাছে। পাটেল ছুটকি বা বড়কির মাঝে একজনকে বিয়ে করার বিনিময়ে চার লাখ রুপি দিতে রাজি। তবে মেয়েদের কেউই এই চুক্তিতে রাজি নয়, কারণ তারা ভালবাসে অন্য কাউকে। শেষে আবিষ্কৃত হয় তাদের ভালবাসার দুই তরুণ আবার দুই ভাই।
বলিউড শীর্ষ পাঁচ
১ সুই ধাগা- মেইড ইন ইন্ডিয়া
২ পাটাখা
৩ মানমার্জিয়াঁ
৪ স্ত্রী
৫ লাভ সোনিয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।