বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় এক গৃহবধূ ও তার চার বছরের শিশু সন্তান দগ্ধ হয়েছে। দু’জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে মোহাম্মদীয়া হাউজিংয়ের এক নম্বর রোডে ৫তলা একটি ভবনের দ্বিতীয় তলায় প্রকৌশলী শেখ নাসিরুল ইসলামের ভাড়া বাসায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন নাসিরুলের স্ত্রী তাসমিম বিনতে আজিজ ও তাদের ছেলে সন্তান শেখ নাসিরুল আল তানজিম।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মা-ছেলের অবস্থা গুরুতর, দু’জনেরই শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে।
গৃহকর্তা নাসিরুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের বলেন, শোবার ঘরের লাগোয়া একটি স্টোর রুম আছে। সেখান থেকে প্রায়ই গ্যাসের গন্ধ পাওয়া যেত। ওই ঘরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলেন তিনি।
তিনি জানান, ঘটনার সময় তার স্ত্রী সন্তান তানজিমকে নিয়ে শোবার ঘরে আর তিনি পাশের ঘরে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ একটি শব্দ শুনে শোবার ঘরে গিয়ে দেখি মা-ছেলের শরীরে আগুন জ্বলছে। আমার স্ত্রী ওই অবস্থায়ই ছেলের গায়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছিল। আমিও সে সময় দ্রুত পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলি। পরে দু’জনকে হাসপাতালে নেয়া হয়। ঘটনার খবর পেয়েই পুলিশ ওই বাসায় যায়।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, প্রচন্ড ধোঁয়ার কারণে প্রথমে পুলিশ ঢুকতে পারেনি।
বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে শোনা গিয়েছিল এসি বা ওভেন বিস্ফোরণে এ ঘটনা ঘটে। কিন্তু আমরা এমন কোনো আলামত পাইনি। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।