পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
আফগানিস্তানে সংঘাত বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আরো আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তালেবানরা। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত দুইজন কর্মকর্তা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে সম্ভাব্য বন্দি বিনিময়ের বিষয়টি আলোচিত হতে পারে বলেও তারা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা বলেন যে, তালেবান নেতারা তিন বা চার জনের প্রতিনিধি দল ও আলোচ্য বিষয় নির্ধারণের জন্য আলোচনা করেছেন। তারা বলেন, তালেবানরা বন্দি বিনিময় নিয়ে আলোচনায় আগ্রহী এবং যুক্তরাষ্ট্র যদি বন্দি মুক্তির ব্যাপারে সিরিয়াস হয় তাহলে শিগগিরই আরেকটি বৈঠক হতে পারে। এক কর্মকর্তা বলেন, এই বৈঠকে আলোচনার ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সিরিয়াস ও আন্তরিক কিনা তা দেখা হবে। তিনি বলেন, আমরা আফগানিস্তানের বিভিন্ন কারাগারে আটক বন্দিদের একটি তালিকা দেব। যদি তারা বন্দিদের মুক্তি দেয় তাহলে আরো বড় কারণে আমরা আবার বৈঠকে বসবো। বিষয়টি নিশ্চিত হলে তা হবে গত জুলাইয়ে দোহা আলোচনার ফলোআপ। সেখানে তালেবান কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল ডেপুটি এসিসটেন্ট সেক্রেটারি ফর সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়া, এলিস ওয়েলস আলোচনা করেন। কর্মকর্তারা জানান যে আগামী বৈঠকে তালেবানদের কাতার অফিসের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাইয়ের নেতৃত্ব প্রদানের কথা ছিলো। তবে হাইকমান্ড তারে বদলে কাতার অফিসের নতুন স্থায়ী প্রধানকে পাঠানোর পরিকল্পনা করেছে। একজন বলেন, আপনারা জানেন যে স্তানেকজাইকে কাতার অফিসের ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয়েছিলো। এখন শীর্ষ নেতৃত্ব তার জায়গায় অন্য কাউকে নিয়োগ প্রদানের কথা ভাবছেন। এই আলোচনা আফগানিস্তানের ১৭ বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। সা¤প্রতিক মাসগুলোতে সারা দেশে তালেবানদের হামলায় সরকারি বাহিনী পর্যদুস্ত হয়ে পড়েছে। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।