গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের নায়েবে আমীরকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে গতকাল সোমবার দিনগত গভীররাতে শাহ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান।
তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেণ্ডমারী কলেজের প্রভাষক বলে রংপুর জেলা জামায়াতের আমীর এটি এম আজম খান জানান।
পুলিশ বলছে, হাফিজুর নাশকতার নয়টি মামলায় অভিযোগপত্রভূক্ত আসামি; এর মধ্যে কয়েকটি মামলায় তিনি জামিনে থাকলেও কিছু মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ওসি বলেন, “গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপন করতেন হাফিজুর। রাতে হাফিজুর বাড়ি ফিরছেন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।